মোহাম্মদপুরে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

IMG_0849রাজধানীর মোহাম্মদপুরে চন্দ্রিমা উদ্যান হাউজিংয়ের দুটি সড়কে উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত ডিএনসিসির অঞ্চল-১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে দোকানপাট বন্ধ করে সটকে পড়া প্রায় ১২০টি দোকানের সাইনবোর্ড অপসারণ করা হয়েছে। ট্রেড লাইসেন্স না থাকায় ২টি দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ফুটপাত ও সড়কে নির্মাণসামগ্রী রাখায় ৩টি বাড়ির মালিকের কাছ থেকে ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ট্রেড লাইসেন্স দেখাতে না পারায় সরিষার তেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘রওজা ফুড’-এর কারখানা সিলগালা করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে প্রতিষ্ঠানটিকে ৩ দিনের সময় দেওয়া হয়েছে।