১৬ দিনে মেলায় বাংলা একাডেমির কোটি টাকার বই বিক্রি

 

1

বাংলা একাডেমির আয়োজনে গত ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে মাসব্যাপী অমর একুশে গ্রন্হমেলা। মেলার প্রথম ১৬ দিনে বাংলা একাডেমির ১ কোটি টাকারও বেশি বই বিক্রি হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, এবারের বইমেলা উৎসর্গ করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বইমেলায় প্রকাশিত বঙ্গবন্ধুর লেখা ‘আমার দেখা নয়াচীন’ বইটি ঘিরে পাঠকের বিপুল আগ্রহ দেখা দিয়েছে। এছাড়া বাংলা একাডেমি পরিকল্পিত  ‘বঙ্গবন্ধু বিষয়ক শতগ্রন্হ’র অংশ হিসাবে মঙ্গলবার পর্যন্ত ১৮টি নতুন বই প্রকাশিত হয়েছে।

তিনি আরও জানান, ২ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি ১৬ দিনে বাংলা একাডেমির ১ কোটি ৯ লাখ ৭৯ হাজার ৭৩১ টাকার বই বিক্রি হয়েছে। যা গত বছরের তুলনায় ৪ লাখ ৭৪ হাজার ১৭৬ টাকা বেশি। আর এদিকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত মোট বই প্রকাশিত হয়েছে ২৪৭৫ টি।