সুন্দরবনে ১০০ পরিবার পেলো পানির ট্যাংক

waterনিরাপদ পানির সংস্থানের লক্ষ্যে সুন্দরবনের তিনটি গ্রামের ১০০টি পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। ব্যাংক আল ফালাহ ও এমআরডিআই ট্যাংকগুলো বিতরণ করেছে। এমআরডিআই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এমআরডিআই’র নির্বাহী পরিচালক হাসিবুর রহমান বলেন, ‘সুন্দরবনের নারীরা তাদের সূচিকর্মের মাধ্যমে এখন অর্থ উপার্জন করছেন। এতে তাদের পরিবারে সচ্ছলতা ফিরছে। পানির ট্যাংক কেনার মোট অর্থের একটি উল্লেখযোগ্য অংশ (২৫%) তারা দিয়েছেন, যা কয়েক বছর আগে চিন্তাই করা যেত না। দারিদ্র্যের চক্র থেকে বের হয়ে আসতে এসব নারী এখন সাহসের সঙ্গে এগিয়ে যাবেন। পানির ট্যাংক পেয়ে ১০০টি পরিবারের প্রায় ৫৭০ জন সদস্য উপকৃত হবেন।’

নারী সমিতির সদস্যদের মধ্যে পানির ট্যাংক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন বলেন, সুন্দরবনে বসবাসরত প্রান্তিক নারীদের ক্ষমতায়নে সিএসআর উদ্যোগ ইতিবাচক ভূমিকা রেখে চলেছে। বসতবাড়িতে নিরাপদ পানির সংস্থান এসব নারী ও তাদের পরিবারের সদস্যদের সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।