চট্টগ্রাম মহানগর বিএনপির তিন নেতার মামলা কার্যক্রম স্থগিত

আদালতচট্টগ্রাম মহানগর বিএনপির তিন নেতার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে করা একটি মামলার কার্যক্রম আগামী ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। তারা হলো- সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও চট্টগ্রাম মহানগর বিএনপির ভাইস প্রেসিডেন্ট আবু সুফিয়ান।

মামলাটি বাতিল চেয়ে করা তাদের পৃথক আপিল আবেদন শুনানির জন্য গ্রহণ করে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিচারপতি মো. রইস উদ্দিন ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও মো. আক্তারুজ্জামান।

এর আগে ২০১৫ সালের ৫ জানুয়ারি পুলিশ বাদী হয়ে ৩৮৯ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করে। এ মামলার চার্জশীটে ৬০০ জনের নাম আসে। পরে বিচারিক আদালত ৬০০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এ অবস্থায় তিন নেতা অভিযোগ গঠন বাতিল চেয়ে হাইকোর্টে আপিল করেন। হাইকোর্ট তাদের আপিল শুনানির জন্য গ্রহণ করে মামলার কার্যক্রম স্থগিত রাখার আদেশ দেন।