সীমান্ত হত্যার প্রতিবাদে এবার গণস্বাক্ষর কর্মসূচি শুরু করলেন নাসির

গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করছেন ড. আনু মোহাম্মদসীমান্ত হত্যার প্রতিবাদে এবার গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী নাসির আবদুল্লাহ । তিনি প্রায় এক মাস ধরেই রাজু ভাস্কর্যের পাদদেশে সীমান্তে হত্যা বন্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় এই কর্মসূচি শুরু করেন নাসির। এ কর্মসূচির উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আনু মুহাম্মদ। কর্মসূচির উদ্বোধনের আগে তিনি বলেন, ‘সীমান্ত হত্যার ব্যাপারে সবার দুর্বল ও প্রতারণামূলক ভূমিকার নিন্দা জানাই। নাসিরের প্রতি সংহতি জানাচ্ছি। তার একার পক্ষে এত বড় আন্দোলন করা সম্ভব নয়।’ তাই বিভিন্ন ছাত্র সংগঠনকে আরও জোরদার ভূমিকা রাখার অনুরোধ করেন তিনি।

তিনি আরও বলেন, নাসির অনেক মানুষের ক্ষোভের একটি সম্মিলিত প্রতিধ্বনি।  তাই ভারত সরকারকে এই বিষয়টি উপলব্ধি করার দাবি জানাই।  মুজিববর্ষের অনুষ্ঠানে মোদি সরকার আসার আগেই যেন এই বিষয়ে সুস্পষ্ট ঘোষণা আসে যে, সীমান্তে আর একজনও হত্যা হবে না। তিনি সবাইকে মিলে আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান।

প্রসঙ্গত, সীমান্ত হত্যা বন্ধ ও সীমান্ত সমস্যার সমাধানের দাবিতে ২৫ জানুয়ারি থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন  নাসির।