গলায় মাছের কাঁটা বিঁধে চার বছরের শিশুর মৃত্যু

লাশরাজধানীর কদমতলীতে গলায় মাছের কাঁটা বিঁধে মাহমুদুল হাসান (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। 

শিশুটি কদমতলীর ৭/১ পলাশপুরের শনির আখড়ায় পরিবারের সঙ্গে থাকতো। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মাহমুদুল হাসানকে মাছ দিয়ে ভাত খাওয়াচ্ছিলেন তার মা। এ সময় গলায় কাঁটা বিঁধে তার। পরে অসুস্থ হয়ে মারা যায় সে।

সোমবার সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শিশু মাহমুদুল হাসান নোয়াখালী জেলার কবির হাট উপজেলার পশ্চিম বাজুর গাও গ্রামের আনসার আজাদের একমাত্র  ছেলে।

শিশুটির বাবা-মা জানান, দুপুরে মাছ দিয়ে ভাত খাওয়ার সময় গলায় মাছের কাটা বিদ্ধ হলে কয়েকবার বমি করার পর মাহমুদুল ঘুমিয়ে পড়ে। বিকাল চারটার দিকে ঘুম থেকে জেগে উঠলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে  চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে সন্ধ্যা পৌনে ছয়টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কদমতলী থানার উপ-পরিদর্শক রাজু মুন্সি বলেন, ‘শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শিশুটির বাবামাতা জানিয়েছেন, মাছ দিয়ে ভাত খাওয়ানোর সময় গলায় কাটা বিঁধে শিশুটি অসুস্থ হয়ে মারা গেছে। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।’