করোনা ভাইরাস: হংকংয়ে বাংলাদেশি কর্মীদের জন্য অর্থ সহায়তা

ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড

কোভিড-১৯ ভাইরাস মোকাবিলায় হংকংয়ে অবস্থানকারী বাংলাদেশি কর্মীদের সুরক্ষার জন্য অর্থ সহায়তা পাঠিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড। হংকংয়ে বাংলাদেশ কনস্যুলেট থেকে অর্থ সাহায্যের আবেদন করা হলে ৪০ হাজার টাকা পাঠানো হয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) কল্যাণ বোর্ডের পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) ও যুগ্ম সচিব শোয়াইব আহমাদ খান জানান,এই টাকা দিয়ে সেদেশে অবস্থিত বাংলাদেশি কর্মীদের জন্য মাস্ক কেনা হবে।  

কল্যাণ বোর্ড সূত্রে জানা যায়, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে হংকংয়ের বাংলাদেশ কনস্যুলেট থেকে সেখানে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের জন্য মাস্ক কেনার টাকা চেয়ে ঢাকায় একটি চিঠি পাঠানো হয়। চিঠি পেয়ে ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড অর্থ ছাড় দেয় এবং ওই অর্থ হংকংয়ে পাঠানো হয়।

শোয়াইব আহমাদ খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হংকংয়ে আমাদের অনেক কর্মী আছেন। করোনা ভাইরাস থেকে তাদের সুরক্ষা দিতে দূতাবাস থেকে অর্থ চাওয়া হয়েছিল। যে পরিমাণ সাহায্য চাওয়া হয়েছে আমরা তা-ই পাঠিয়ে দিয়েছি।’