কক্সবাজারে ঘুষের টাকাসহ সার্ভেয়ার আটকের পর ৩০ কর্মকর্তাকে বদলি

7c9d1561dfcbe9c54bcf6f2563500dea-5e4d42679c025৯৩ লাখ টাকাসহ র‌্যাবের হাতে সার্ভেয়ার আটকের ঘটনায় কক্সবাজার জেলা প্রশাসনের এলএ শাখার ৩০ ভূমি কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভূমি মন্ত্রণালয়ের জারি করা তিনটি পৃথক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। ভূমি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ মো. আব্দুল্লাহ আল নাহিয়ান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ৪ জন অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, ৭ জন কানুনগো এবং ১৯ জন সার্ভেয়ার।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব কর্মকর্তা আগামী ৫ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন।
এছাড়া, পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্যে চট্টগ্রামের বিভাগীয় কমিশনারকে ভূমি মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে।

আরও পড়ুন...



ঘুষের ৯৩ লাখ টাকাসহ সার্ভেয়ার আটক