আলোর মিছিল করবে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকাসহ সারাদেশে আলোর মিছিল করবে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। ১৭ মার্চ সন্ধ্যায় এই মিছিল অনুষ্ঠিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মুজিববর্ষ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ১৭ মার্চ সন্ধ্যায় ধর্মীয়-জাতিগত সংগঠনসমূহকে সমন্বিত করে ঢাকাসহ সারাদেশে আলোর মিছিল বের করবে। ওইদিন সন্ধ্যা ৬টায় ঢাকায় কলাবাগান মোড় থেকে কুলার ওপর প্রদীপ জ্বালিয়ে আলোর মিছিল বের করা হবে। পরে মিছিল ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে গিয়ে শেষ হবে।

এছাড়া বছরব্যাপী আলোচনা সভা, গোলটেবিল সংলাপ ইত্যাদির মাধ্যমেও মুজিববর্ষ পালিত হবে বলেও জানান রানা দাশগুপ্ত।