বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের প্রজ্ঞাপন নিয়ে রুল জারি

দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত বিষয়ে সরকার কর্তৃক বিজ্ঞপ্তি বা প্রজ্ঞাপনটি কেনও অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব,শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। 

বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি ফরিদ আহমেদ শিবলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

একটি জাতীয় দৈনিকে প্রকাশিত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনের প্রতিবেদন দেখে জনস্বার্থে এই রিট আবেদনটি দায়ের করা হয়। সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এবিএম নুরুল ইসলাম এ রিট আবেদনটি দায়ের করেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট এবিএম নুরুল ইসলাম।

/ইউআই/এসএম/