সঙ্গীতজ্ঞ মালেকা পারভীন বানু আর নেই

90399555_205868463849137_6672130577920950272_nপ্রখ্যাত গায়িকা ও ঢাকায় অবস্থিত রেডিও পাকিস্তানের প্রথম মুসলিম নারী শিল্পী মালেকা পারভীন বানু  আর নেই। ১৬ মার্চ সোমবার দুপুর ২টা ১০মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

আগামীকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ গুলশানের বাসায় রাখা হবে। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের সেই সময়ের মধ্যে উপস্থিত হতে অনুরোধ জানিয়েছেন মরহুমার পরিবার।

মৃত্যুকালে তিনি ছেলে ও তাদের স্ত্রী, নাতি-নাতনী, অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ড. লতিফুর রহমানের স্ত্রী  ও ইউল্যাবের সাবেক উপাচার্য ইমরান রহমানের মা।
১৭ মার্চ মঙ্গলবার বাদ যোহর গুলশান আজাদ মসজিদে জানাযা শেষে তাকে পুরান ঢাকার সিদ্দিক বাজারে অবস্থিত পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।

ইউল্যাব পরিবার তার মৃত্যুতে শোক জানিয়েছেন।