দেশে ফিরলেন সৌদিতে আটকে পড়া ৪০৯ জন

বিমান বাংলাদেশ

২৯৯ ওমরাহ যাত্রীসহ ৪০৯ জনকে নিয়ে দেশে ফিরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে ৪টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল-আহসান জানিয়েছেন, তাদের বিমানবন্দরে হেলথ স্ক্রিনিং করা হবে। কারও মধ্যে করোনার লক্ষণ-উপসর্গ না পাওয়া গেলে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোকাব্বির হোসেন জানান, সৌদি আরবের সিদ্ধান্ত অনুযায়ী বিমানের ফ্লাইট বন্ধ করা হয়েছে। কিন্তু ওমরাহ ভিসা বা অন্য যেসব যাত্রী বিমানে ভ্রমণের জন্য বুকিং করেছেন তাদের জন্য বিমান একটি ফেরি ফ্লাইট পরিচালনা করেছে। এরপর আপাতত সৌদি আরবে আর কোনও ফ্লাইট পরিচালনা করা হবে না।

প্রসঙ্গত, ১৫ মার্চ থেকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয় সৌদি আরব।