গণপরিবহন জীবাণুমুক্ত করতে স্প্রে (ফটো স্টোরি)

3000জীবিকার তাগিদে বাইরে বের হচ্ছেন অনেকেই। এর জন্য বাড়তি সতর্ক ব্যবস্থা নেই। করোনা ভাইরাস এখন বিশ্বজুড়ে একটি হুমকি। এই ভাইরাস ছড়িয়ে পড়ার একটি মাধ্যম হতে পারে গণপরিবহন। তাই গণপরিবহন জীবাণুমুক্ত করতে স্প্রে করার উদ্যোগ নিয়েছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন।

2000বিদ্যানন্দ জানায়, করোনা ভাইরাস যেকোনও সার্ফেসে কয়েক দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। তাই এসব সতর্কতা অবলম্বন করতে হবে এখন থেকেই। তাই পাবলিক বাস, সিএনজিতে জীবাণুনাশক স্প্রে ছিটিয়ে যাচ্ছেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা। বাসে ওঠার আগে স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করেছেন তারা।

999সংস্থাটি আরও জানায়, বুধবার (১৮ মার্চ) অন্তত ৪৫টি গণপরিবহন জীবাণুমুক্ত করতে স্প্রে করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোর থেকেই রাজধানীর গাবতলী বাস টার্মিনালে স্প্রে শুরু করেন বিদ্যানন্দের স্বেচ্ছাসেবীরা। সেখান থেকে ছবিগুলো তুলেছেন বাংলা ট্রিবিউনের ফটো সাংবাদিক সাজ্জাদ হোসেন।

888

666

555

444

333

2221000