আদালতের কার্যক্রম সীমিত করার আহ্বান আইন সমিতির

আদালতকরোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে জনসমাগম এড়ানোর লক্ষ্যে অধস্তন আদালতের কার্যক্রম সীমিত করতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ আইন সমিতি। শনিবার (২১ মার্চ) সমিতির সভাপতি ব্যারিস্টার সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক কেশব রায় চৌধুরী এক বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জনসমাগম নিয়ন্ত্রণ জরুরি। সরকার এরই মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণাসহ নানা পদক্ষেপ নিয়েছে। গত ১৯ মার্চ বাংলাদেশ সুপ্রিম কোর্টও এক বিজ্ঞপ্তিতে অধস্তন আদালতগুলোতে কারাবন্দি-আসামিদের হাজির না করার কথা বলেছে। তবে কারাবন্দি-আসামিদের তুলনায় অধস্তন আদালগুলোতে প্রতিদিন বিপুলসংখ্যক বিচারপ্রার্থী ও আইনজীবীসহ সংশ্লিষ্টদের সমাগম ঘটে, যা এই মুহূর্তে আদালতসংশ্লিষ্ট সবার জন্য বড় উদ্বেগের বিষয়। তাই আপাতত অন্তত আগামী দুই সপ্তাহের জন্য ম্যাজিস্ট্রেট আদালতগুলোতে জামিন ও রিমান্ড শুনানির মতো অপরিহার্য বিষয়গুলো চলমান রেখে অবশিষ্ট কার্যক্রম মুলতবি করা দরকার।
সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান বিচারপতিকে এ-সংক্রান্ত নির্দেশনা দিতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ আইন সমিতি।