রাজধানীতে জীবানুনাশক ওষুধ ছিটাবে ডিএমপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ উদ্যোগ নিয়েছে। ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম বিপিএম (বার) এর নির্দেশনায় বুধবার (২৫ মার্চ) থেকে প্রতিদিন দুবার করে ওয়াটার ক্যানন দিয়ে ঢাকা মেট্রোপলিটন এলাকায় জীবানুনাশক ওষুধ ছিটানো হবে। মঙ্গলবার (২৪ মার্চ) ডিএমপি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির ৮টি ওয়াটার ক্যানন ৮ ক্রাইম বিভাগে প্রথম বার সকাল ১০:০০টা হতে ১২:০০টা এবং দ্বিতীয় বার বিকাল ৪:০০টা থেকে সন্ধ্যা ৬:০০টা পর্যন্ত জীবানুনাশক ওষুধ ছিটাবে; যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলমান থাকবে। নগরবাসীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই উদ্যোগে সহায়তা করার জন্য প্রেস নোটে অনুরোধ জানানো হয়েছে।