‘করোনা: চিকিৎসায় নিয়োজিত ডাক্তার-নার্সদের জাতীয় বীরের মর্যাদা কেন নয়’

সুপ্রিম কোর্ট

করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবায় নিয়োজিত ডাক্তার-নার্সসহ সংশ্লিষ্টদের কেন জাতীয় বীরের মর্যাদা দেওয়া হবেনা, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বুধবার (২৫ মার্চ) বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি  সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন।
পরে রুল জারির বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা।