কেরানীগঞ্জে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করলো ছাত্র ফেডারেশন

ছাত্র ফেডারেশনের একজন হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছেনরাজধানীর উপকণ্ঠে কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। শুক্রবার (২৭ মার্চ) বিকালে সংগঠনের উদ্যোগে আয়হীন এবং স্বল্পআয়ের প্রায় চারশ’ মানুষের মাঝে বিনামূল্যে এসব সামগ্রী বিতরণ করা হয়। ফেডারেশনের দফতর সম্পাদক এমএইচ রিয়াদ শুক্রবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানান।

রিয়াদ জানান, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহিদ সুজনের নেতৃত্বে নেতাকর্মীরা সুরক্ষা বস্ত্র পরে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ করেছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, গণসংহতি আন্দোলন, কেরানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক বেলায়েত সিকদার, ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু রায়হান খান, ঢাকা মহানগর শাখার সম্পাদক রূপক রায় ও দফতর সম্পাদক আল আমীন রহমান, কেনরানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক রিপন আহমেদ রনি ও সম্পাদক রাজা আহমেদ জুম্মন।