কর্মহীনদের মাঝে মাসব্যাপী খাদ্যসামগ্রী বিতরণ শুরু ডিএসসিসির

কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন সাঈদ খোকনকরোনাভাইরাস সংক্রমণ রোধে উদ্ভূত পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া ছিন্নমূল ৫০ হাজার মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি শুরু করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। শনিবার (২৮ মার্চ) বিকালে পুরান ঢাকার বাহাদুরশাহ পার্কে মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

এ সময় মেয়র বলেন, ‘নগরবাসীর অনেকেই দিনমজুর; দিন এনে দিন খান। এখানে অনেক মানুষ রয়েছেন যারা নিম্নবিত্ত। করোনাভাইরাসের কারণে আজ তারা কর্মহীন হয়ে পড়েছেন। কাজ না থাকায় নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী জোগাড় করা দুরূহ হয়ে পড়েছে। এই অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনপ্রতিনিধি ও তার সরকারকে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন। তার নির্দেশনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ৫০ হাজার পরিবারকে একমাস সম্পূর্ণ বিনামূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ থেকে এই কার্যক্রম শুরু হচ্ছে, মাসব্যাপী চলবে। আমাদের সব চেষ্টা ও শক্তি দিয়ে এই অসহায় জনগণের পাশে দাঁড়াতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।’

সাঈদ খোকন বলেন, ‘বিত্তবান ও স্বচ্ছল ব্যক্তি—যারা মানুষকে ভালোবাসেন, তাদেরও নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আকুল আবেদন জানাচ্ছি। আমরা সাবই মিলে এই দুর্যোগ মোকাবিলা করবো ইনশাল্লাহ।’

মেয়র বলেন, ‘মাসব্যাপী খাদ্যসামগ্রী বিতরণের জন্য আমরা ওয়ার্ডভিত্তিক কমিটি গঠন করেছি। স্থানীয় জনপ্রতিনিধি, সিটি করপোরেশন ও বিভিন্ন দফতরের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে। তাদের সমন্বয়ে ছিন্নমূল কর্মহীন মানুষের তালিকা প্রণয়ন করা হয়েছে। যত দ্রুত সম্ভব আমরা সবার মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেবো।’

করোনা ভাইরাস থেকে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মেয়র বলেন, ‘আজ উন্নত বিশ্ব সচেতনতামূলক পদক্ষেপ না নেওয়ায়, তাদের দেশে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমরা সামাজিক দূরত্ব বাজায় রাখি। একেবারেই প্রয়োজন না হলে ঘর থেকে বের না হই।’

এ সময় মেয়রের সঙ্গে ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ এমদাদুল হক, সচিব মোস্তফা কামাল মজুমদার প্রমুখ।