করোনা প্রতিরোধে জেলেদের সচেতনতায় নৌবাহিনী

received_632167867637110

করোনাভাইরাস মোকাবিলায় জেলেদের সতর্ক ও তাদের পরিবারের সদস্যদের সচেতন করার কাজ করছে নৌবাহিনী। মঙ্গলবার (৩১ মার্চ) দিনব্যাপী সমুদ্র ও উপকূলীয় নদ-নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সংক্রমণ রোধে নিয়মিত মাইকিং করে সতর্ক করেছেন নৌবাহিনীর সদস্যরা।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, নৌবাহিনীর সদস্যরা জেলেদের পাশাপাশি তাদের পরিবারের মধ্যে সচেতনতা বাড়াতে বিভিন্ন পরামর্শ ও নির্দেশনা দিয়েছেন। জেলেদের সুরক্ষা নিশ্চিত করতে মাস্ক ও জীবাণুনাশক সাবান বিতরণ করা হয়। এছাড়া উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় গরিব ও দুস্থদের মাঝে চাল, ডালসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।

জেলেদের সচেতনতা তৈরির লক্ষ্যে গভীর সমুদ্রে সেন্টমার্টিন এলাকায় নৌবাহিনী জাহাজ বঙ্গবন্ধু ও নির্মূল, কক্সবাজারে বানৌজা নির্ভয়, কুতুবদিয়ায় বানৌজা সৈকত, পাথরঘাটায় বানৌজা পদ্মা বরগুনায় এলসিটি ১০৪, ভাসানচরে এলসিইউ ০৩, পায়রা বন্দরের কাছে সৈকত এবং চাঁদপুরে তিস্তা নিয়োজিত রয়েছে।

উল্লেখ্য, সরকারের নির্দেশনা বাস্তবায়নে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনী কন্টিনজেন্টগুলো নিয়োজিত রয়েছে। দেশের সার্বিক পরিস্থিতি উন্নতি

না হওয়া পর্যন্ত নৌবাহিনীর জাহাজ ও কন্টিনজেন্টগুলোর এই সচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে বলে জানায় আইএসপিআর।