ঝাঁঝালো রোদের মাঝে ক্ষণিকের বৃষ্টি

বিকালে রাজধানীতে হঠাৎ বৃষ্টি (ছবি: ফোকাস বাংলা)সারাদিনের কড়া রোদের পর বিকালে বৃষ্টি। সেই সঙ্গে বইলো হালকা ঝড়ো হাওয়া। কখনও ঝিরিঝিরি কখনও ভারি ৩০ মিনিটের মতো স্থায়ী এ বৃষ্টির পর আবারও ঝাঁঝালো রোদ ওঠে রাজধানীর আকাশে।

আবহাওয়াবিদ আফতাব উদ্দিন বলেন, ‘গত কয়েকদিনের তাপদাহের কারণে আকাশে কিছুটা মেঘমালার সৃষ্টি হয়েছে। এর সঙ্গে সাগরের জলীয়বাষ্প মিলেই এই বৃষ্টির সূত্রপাত। শুক্রবার বিকালের দিকে আবারও এ ধরনের বৃষ্টি হতে পারে।’

এদিকে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকার আবহাওয়া শুষ্ক থাকবে।

এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডু, ফেনী, নোয়াখালীর মাইজদী কোর্ট, রাঙামাটি, রাজশাহী ও পাবনা অঞ্চল এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।  এটি অব্যাহত থাকতে পারে।