কেরানীগঞ্জ মডেল টাউন লকডাউন

লকডাউনরাজধানীর কেরানীগঞ্জ উপজেলার কেরানীগঞ্জ মডেল টাউন এলাকা লকডাউন ঘোষণা করেছে পুলিশ। রবিবার (৫ এপ্রিল) ওই এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত এক রোগী শনাক্ত হওয়ার পর প্রথমে রোগী যে ভবনে বাস করতেন সেই ভবনটিতে পাহারা ও পরে পুরো আবাসিক এলাকাটি লকডাউন ঘোষণা করেছে পুলিশ।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলা ট্রিবিউনকে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেছেন, ‘কেরানীগঞ্জ মডেল টাউন লকডাউন করা হয়েছে আজ। আইইডিসিআর-এর নির্দেশে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। মডেল টাউনে করোনা আক্রান্ত একজন পুরুষ রোগী শনাক্ত হয়েছেন। তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়েছে।’

আমাদের প্রতিবেদক জানান, বিকেলে ওই এলাকার বাড়িতে বাড়িতে গিয়ে সবাইকে পুলিশের পক্ষ থেকে বাসার বাইরে বের না হওয়ার কথা জানিয়ে আসা হয়েছে।