শ্রমিকনেতা জাফরুল হাসান মারা গেছেন

জাফরুল হাসান

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিশিষ্ট শ্রমিকনেতা জাফরুল হাসান মারা গেছেন। সোমবার (৬ এপ্রিল) দুপুর সোয়া ১২টায় ঢাকার ‘এভার কেয়ার হাসপাতাল’-এ চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্নালিল্লাহি…রাজিউন।)। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান বলেন,  শ্রমিকনেতা জাফরুল হাসানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মির্জা ফখরুল এক শোকবার্তায় বলেন, জাফরুল হাসান দীর্ঘ ৬০ বছরের অধিক সময় ধরে এদেশের শ্রমিক রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন। বিদ্যুৎ সেক্টরে তিনি  ছিলেন একজন প্রথিতযশা শ্রমিকনেতা। তার মৃত্যুতে জাতি একজন দক্ষ সংগঠককে হারাল।