বিএসএমএমইউতে আরও ৬০ জনের নমুনা সংগ্রহ

করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ (ফাইল ছবি)বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনাভাইরাস ল্যাবরেটরিতে ৬০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ১ এপ্রিল থেকে এখন পর্যন্ত মোট ২০১ জনের স্যাম্পল সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ৬৭ জন রোগী ৮ এপ্রিল ফিভার ক্লিনিকে সেবা নেন, এরমধ্যে ৫৪ জনের করোনাভাইরাস টেস্টের জন্য স্যাম্পল সংগ্রহ করে করোনাভাইরাস ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এছাড়া বাইরে থেকে পাঠানো আরও ছয় জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে এ ল্যাবরেটরিতে।

আজকের ৬০ জনসহ এখন পর্যন্ত মোট ২০১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে এবং ফলাফল জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে (আইইডিসিআর) জানিয়ে দেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ফিভার ক্লিনিক ও করোনাভাইরাস ল্যাবরেটরি ৯ এপ্রিল শব-ই-বরাত-এর ছুটির মধ্যেও খোলা থাকবে। অব্যাহত থাকবে বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের নিয়ে পরিচালিত বিশেষজ্ঞ হেলথ লাইন সেবাও।