‘বনের রাজা' ওসমান গনির কারাদণ্ড বহাল

ওসমান গনি

দুর্নীতির দায়ে আলোচিত সাবেক প্রধান বন সংরক্ষক ওসমান গনির আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ১২ বছরের সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। মঙ্গলবার আদালত এই রায় দেন। নিম্ন আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে গনির করা আপিল খারিজ করে বিচারপতি রুহুল কুদ্দুস  ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ।  

দুদকের এই মামলায় গণিকে ১২ বছরের কারাদণ্ডের পাশাপাশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে গনির বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০০৮ সালে এ মামলায় তাকে ১২ বছরের কারাদণ্ডাদেশ দেন নিম্ন আদালত। এছাড়া ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছিলেন ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক এ কে এম আরিফুর রহমান।

তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করেন তিনি। আজ সেই আপিলের শুনানি শেষে তার ১২ বছরের সাজা বহাল রাখেন হাইকোর্ট। 

ওসমান গনি বর্তমানে কারাগারে আছেন। একই অপরাধে তার স্ত্রীর বিরুদ্ধে মামলা হলেও তিনি বর্তমানে পলাতক।

 

/এসটি/