ইফতারি বিক্রি করতে পারবে প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট

ইফতারির বাজারঢাকার প্রতিষ্ঠিত রেস্টুরেন্টগুলো আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে ইফতারি প্রস্তুত করে বিক্রি করতে পারবে। তবে ফুটপাতে কোনও ধরনের ইফতারি নিয়ে বসা ও বিক্রি করা যাবে না।

সোমবার (২৭ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক নির্দেশনায় এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, নগরবাসী প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট/রেস্তোরাঁ থেকে ইফতারি কিনতে পারবেন। তবে রেস্টুরেন্ট/রেস্তোরাঁয় বসে ইফতার করতে পারবেন না।
উদ্ভূত এ সংকট মোকাবিলায় ডিএমপি নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করে ইফতারি বিক্রেতা এবং ক্রেতা সবাইকে অবশ্যই স্বাস্থ্যবিধি অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলেছে। খবর বাসস।