ইউএস-বাংলা মে‌ডি‌ক্যালে করোনাভাইরাসের টেস্টিং ল্যাব উদ্বোধন বুধবার

Untitled-1-copy-1811210615

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চনে বেস্টওয়ে সিটিতে ইউএস-বাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষার জন্য স্থাপিত ল্যাবরেটরি বুধবার (২৯ এপ্রিল) উদ্বোধন করা হবে।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ব্যক্তিগতভাবে এই ল্যাবরেটরি স্থাপনের উদ্যোগ নেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,ভিডিও কনফারেন্সের মাধ্যমে বুধবার দুপুর ১২টায় এই ল্যাবরেটরির শুভ উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল ইউএস-বাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতালকে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করার অনুমতি দেয় স্বাস্থ্য অধিদফতর।