ঢাবির আরেক শিক্ষার্থী করোনায় আক্রান্ত

করোনা ভাইরাস (ছবি: ইন্টারনেট)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরেক শিক্ষার্থীর করোনা শনাক্ত হয়েছে। রবিবার (৩ মে) পরীক্ষায় তার করোনা পজিটিভ এসেছে বলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে মুঠোফোনে মেসেজ পাঠিয়ে ওই শিক্ষার্থীকে জানানো হয়। এরপর থেকে ওই শিক্ষার্থীকে আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে করোনায় আক্রান্ত জানিয়ে সবার কাছে দোয়া চান তিনি৷ করোনা ওই শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত।
বর্তমানে তিনি দেশরূপান্তর পত্রিকায় সাব-এডিটর পদে কর্মরত। পত্রিকাটির সহায়তায় তাকে রাজধানীর রিজেন্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এসব তথ্য বাংলা ট্রিবিউনকে ওই শিক্ষার্থী নিজেই জানিয়েছেন। এর আগে বিশ্ববিদ্যালয়টির আরও এক শিক্ষার্থীর করোনা শনাক্তের খবর পাওয়া গেছে৷