নম্বর জটিলতায় যারা নগদ সহায়তা পাননি তাদের টাকা যাবে যেভাবে

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারিতে ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে আড়াই হাজার টাকা করে নগদ সহায়তা কার্যক্রমে একই নম্বর একাধিকবার ব্যবহারের ঘটনায় নতুন করে ব্যবস্থা নিচ্ছে সরকার। এই ব্যবস্থায় বাদ পড়াদের নতুন মোবাইল নম্বর অথবা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অভিযোগ ওঠে, তালিকায় থাকা একই নম্বর একাধিবার ব্যবহার করা হয়েছে। নগদ অর্থ সহায়তা পাঠানোর জন্য ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করে একই নম্বর দেওয়া হয়েছে। সারাদেশেই এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ ওঠে।
এ বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ্‌ কামাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডাটা কালেকশনের ফরমে মোবাইল নম্বরের অপশন রয়েছে। গ্রামের গরিব মানুষদের তো সবার মোবাইল নম্বর নেই। স্থানীয়ভাবে একই নম্বর বার বার ব্যবহার করে এই তথ্য সার্ভারে আপলোড করা হয়েছে। তবে স্ক্যানিংয়ের সময় জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মোবাইল নম্বর মেলানোর সময় তালিকার অনেক নাম বাতিল হয়ে গেছে। ’
বাদ পড়াদের সহযোগিতার বিষয়ে সিনিয়র সচিব মো. শাহ্‌ কামাল বলেন, ‘এখন নতুন করে এনআইডির সঙ্গে মিলিয়ে নতুন মোবাইল নম্বরে অথবা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা নিতে হবে।’
ন্যাশনাল আইডির সঙ্গে মোবাইল নম্বর না মেলার সংখ্যা ৮ লাখ কিনা জানতে চাইলে মো. শাহ্‌ কামাল বলেন, ‘বিষয়টি তথ্য ও প্রযুক্তি বিভাগ জানাতে পারবে। আগামী তিন দিনের মধ্যে তারা সব ঠিক করবে। ’