কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ‘সেবা সমন্বয়ের’

5

করোনায় কর্মহীন হয়ে পড়া নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের  মানুষদের মাঝে ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছে দেশের বিভিন্ন সংগঠনের সমন্বিত প্ল্যাটফরম ‘সেবা সমন্বয়’। রবিবার (১৭ মে) রাজধানীর বেশকিছু এলাকায় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয় বলে জানান সংগঠনটির প্রধান সমন্বয়ক জাহিদুল ইসলাম।

তিনি জানান, রবিবার রাজধানীর রায়েরবাগ, শনির আখড়া, দনিয়া, মাতুয়াইল, জুরাইন, ধোলাইপাড়, যাত্রাবাড়ী, মীর হাজিরবাগ, গেন্ডারিয়া, ওয়ারী, ধলপুর, সায়েদাবাদ, মতিঝিল, কমলাপুর, বিজয় সরণি, ফার্মগেটে, আজিমপুর, হাজারীবাগ, কামরাঙ্গীরচর, মালিবাগ, মগবাজার, মোহাম্মদপুর, মিরপুর দুয়ারীপাড়া, মিরপুর–১, কাফরুল, মিরপুর-১৪, বসুন্ধরা, কুড়িল, বিশ্বরোড, খিলক্ষেত, উত্তরা, আজমপুর, মধ্য বাড্ডা, দক্ষিণ বাড্ডা এলাকার মোট ১৪০টি নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মাঝে প্রয়োজনীয় দ্রব্যাদি ও উপহার পৌঁছে দেওয়া হয়েছে।

প্রতিটি পরিবারের জন্য ৫ কেজি চাল, ২ কেজি আলু, ৫০০ গ্রাম ডাল, আধা লিটার সয়াবিন তেল ও ১টি মিষ্টি কুমড়া দেওয়া হয়। হয়। এছাড়া, যেসব পরিবারে শিশু রয়েছে, প্রত্যেক শিশুর জন্য  অতিরিক্ত ১ লিটার তরল দুধ, ১ ডজন ডিম, ৫০০ গ্রাম সুজি ও ৫০০ গ্রাম চিনি প্রদান করা হয়। আর  অন্তঃসত্ত্বা নারীদের জন্য  অতিরিক্ত ১ লিটার তরল দুধ, ১ ডজন ডিম ও ১ ডজন কলা বিতরণ করা হয়।

‘সেবা সমন্বয়’ এই প্রথমবারের মতো পশু খাদ্যও বিতরণ করেছে। কামরাঙ্গীর চরে মানুষ পরিবহনে নিয়োজিত ২০টি ঘোড়ার জন্য ২৫ কেজি বুটের ভুষি, ৩৭ কেজি গমের ভুষি এবং ৫০ কেজি কুড়া ভুষি বিতরণ করা হয়েছে।

উদ্যোক্তারা জানান,  সারাদেশে ত্রাণ সহযোগিতায় যুক্ত রয়েছে, এমন ৯৮টি সংগঠনের সঙ্গে যোগাযোগ করে একটি ডাটাবেইজ প্রস্তুত করেছে ‘সেবা সমন্বয়’। এর মাধ্যমে কোন কোন এলাকায় জরুরি সহযোগিতা প্রয়োজন, তা নির্ণয় করা হচ্ছে।  

ফেসবুক অথবা নির্ধারিত নম্বরে ফোন করলে ‘সেবা সমন্বয়’ থেকে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।