পণ্য পরিবহনে কৃষকের ভাড়া কমাচ্ছে রেলওয়ে

বাংলাদেশ রেলওয়েকরোনার সংকটকালে কৃষকের পণ্য পরিবহন নিশ্চিত করতে মালবাহী ট্রেনের পাশাপাশি লাগেজ ভ্যান বা পার্সেল ট্রেন পরিচালনা করে আসছে বাংলাদেশ রেলওয়ে।

এ অবস্থায় প্রান্তিক ও ক্ষুদ্র চাষিদের উৎপাদিত পণ্য পরিবহনে কৃষকের ভাড়া আরও  কমাতে ২৫ শতাংশ মওকুফ ও সব ধরনের সার্ভিস প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।

সোমবার (১৮ মে) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল আলম এ তথ্য জানিয়েছেন।

শরিফুল আলম বলেন, ‘এতে কৃষকের উৎপাদিত শাক-সবজি, দেশীয় ফলমূল, দুধ, ডিমসহ বিভিন্ন পণ্য কম খরচে দেশের বিভিন্ন স্থানে পাঠানো যাবে। রেলওয়ের এই সিদ্ধান্ত মঙ্গলবার (১৯ মে) হতে কার্যকর হবে।’

তিনি জানান, বাংলাদেশ রেলওয়ের বিদ্যমান পার্সেল ভাড়া সমন্বয়ের ফলে কৃষি পণ্যদ্রব্য বাজারমুখী করার পথ প্রশস্ত ও কৃষি অর্থনীতিকে জোরদার করার পাশাপাশি রেলওয়ের রাজস্ব বৃদ্ধিতে ক্রমাগত অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।