করোনায় ক্ষতিগ্রস্ত উপকূলীয় গ্রামবাসীর পাশে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও এমআরডিআই

1করোনায় ক্ষতিগ্রস্ত উপকূলীয় গ্রামের পরিবারের মধ্যে নগদ অর্থ সহায়তা করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং এমআরডিআই। ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে নগদ দুই হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়। মঙ্গলবার (১৯ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোলার চরফ্যাশন উপজেলার চর কুকরী মুকরী ইউনিয়নের চর পাতিলা ও শাহবাজপুর গ্রামের করোনায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবারের নগদ অর্থ সহায়তা করেছে প্রতিষ্ঠান দুটি।
এমটিবির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে পেরে আমরা আনন্দিত। আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমআরডিআই-এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান বলেন, ব্যবসায়ীর সামাজিক দায়বদ্ধতা তহবিলের সমন্বিত ব্যবহার করোনা দুর্যোগ মোকাবিলায় বিশেষ অবদান রাখতে পারে, যা সরকারের কার্যক্রমের সম্পূরক ও পরিপূরক হিসাবে ভূমিকা রাখবে।