জুমাতুল বিদা’য় করোনা থেকে মুক্তির জন্য মোনাজাত

মোনাজাত (ফাইল ছবি)রমজান মাসের শেষ জুমার নামাজ শেষে দেশের শান্তি ও করোনা থেকে মুক্তি কামনায় মোনাজাত করা হয়েছে। একইসঙ্গে খুতবায় সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে ও জাকাত আদায় করতে আহ্বান করা হয়।

শুক্রবার (২২ মে) দুপুর ১২টার পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকার মসজিদগুলোতে আসতে শুরু করেন মুসল্লিরা। মসজিদে জায়গা না থাকায় কোথাও কোথাও রাস্তায় নামাজ পড়তে দেখা গেছে। তবে বেশিরভাগ মসজিদেই দূরত্ব বজায় রেখে দাঁড়িয়েছেন মুসল্লিরা। বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ সব মসজিদেই ঈদের নামাজের আগেই ফিতরার টাকা পরিশোধের আহ্বান করা হয়।

রমজান মাসের শেষ জুমার নামাজ ‘জুমাতুল বিদা’ হিসেবে পরিচিত। জুমাতুল বিদায় অংশ নিতে অন্য দিনের চেয়ে মসজিদে বেশি ভিড় ছিল মুসল্লিদের। জাতীয় মসজিদে নিরাপত্তার জন্য ছিল অতিরিক্ত পুলিশ।