করোনায় মৃত্যু অতিরিক্ত সচিবের, তথ্যমন্ত্রীর শোক




তৌফিক আলমরাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২২ মে) মৃত্যু হয় তথ্য কমিশনের সাবেক সচিব (অতিরিক্ত সচিব) তৌফিক আলমের। তিনি কোভিড-১৯ পিজিটিভ ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ।

তৌফিক আলমের মৃত্যুর তথ্য নিশ্চিত করে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অতিরিক্ত সচিব তৌফিক আলম করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।’

এদিকে তথ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তথ্য কমিশনের সচিব হিসেবে দায়িত্বপালন শেষে অবসর ছুটি ভোগরত তৌফিক আলম রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি বিসিএস ৮৬ ব্যাচের অতিরিক্ত সচিব হিসেবে অবসরে যান।

তথ্যমন্ত্রী ও প্রধান তথ্য কমিশনার আলাদা শোকবার্তায় তৌফিক আলমের দীর্ঘ চাকরিজীবনের কথা স্মরণ করেন। প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।