পাঁচ সহস্রাধিক কর্মহীন মানুষকে ঈদ উপহার দিলো ইউএস-বাংলা

666নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পাঁচ হাজারের বেশি গরিব ও কর্মহীন মানুষকে ঈদের উপহার সামগ্রী বিতরণ করেছে ইউএস-বাংলা গ্রুপ।  উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া, দিগুলিয়া, কালাদী, খালপাড়, কেন্দুয়া, বিরাব, তারৈলসহ বিভিন্ন ওয়ার্ড ও পার্শ্ববর্তী গ্রামগুলোতে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। শনিবার (২৩ মে) ইউএস-বাংলার এক  সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ উপহার সামগ্রী বিতরণকালে সার্বিকভাবে সহযোগিতা করেন রূপগঞ্জে অবস্থিত গ্রিন ইউনিভার্সিটি বাংলাদেশ ও ইউএস-বাংলা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা। ইউএস-বাংলা গ্রুপের পক্ষ থেকে  করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়ায় এই উপহার সামগ্রী দেওয়া হয়।

প্রত্যেকের জন্য উপহার সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ডাল, সেমাই, চিনি ও অন্যান্য খাদ্যসামগ্রী। এসব উপহার সামগ্রী বিতরণ করেন ইউএস-বাংলা এসেটসের জেনারেল ম্যানেজার তানজির রহমান তানভীর।