খাগড়াছড়িতে সেনাবাহিনীর ঈদ বাজার

IMG-20200524-WA0007নিম্ন আয়ের মানুষের জন্য খাগড়াছড়িতে এবার ঈদ বাজারের আয়োজন করেছে সেনাবাহিনী। রবিবার (২৪ মে) ঈদ বাজারের উদ্বোধন করেন খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ফয়জুর রহমান।

সেনাবাহিনীর খাগড়াছড়ি সেনা রিজিয়ন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা পরিস্থিতিতে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন গত ২০ মে প্রান্তিক কৃষকদের কাছ থেকে নিত্য প্রয়োজনীয় কৃষিজ পণ্য কিনে ‘১ মিনিটের বাজার’ নামে তা বিনামূল্যে নিম্নআয়ের মানুষের মাঝে বিতরণ করে। তুলে দেয়। আর ঈদকে সামনে রেখে রবিবার  খাগড়াছড়ি স্টেডিয়ামে ব্যতিক্রমধর্মী ঈদ বাজারের আয়োজন করা হয়েছে। এই বাজার থেকে পাহাড়ে বসবাসকারী নিম্ন আয়ের মানুষেরা বিনামূল্যে শাড়ি, লুঙ্গি, চাল, আটা, তেল, চিনি, লবণ, ডাল, সুজি, বিস্কুট, গুড়া দুধ, লাচ্ছা সেমাই, আলু, বরবটি, মিষ্টি কুমড়া, চিচিঙ্গার মতো সব ধরনের প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও  বলা হয়, এই ঈদ উপহারের সঙ্গে দেওয়া প্রতিটি সবজি এই রিজিয়নের আওতাধীন পানছড়ি উপজেলার প্রান্তিক চাষিদের কাছ থেকে ন্যায্য মূল্যে কিনে আনা হয়। এতে করে একদিকে লাভবান হচ্ছেন প্রান্তিক কৃষক, যারা করোনা পরিস্থিতির কারণে উৎপাদিত কৃষিজ পণ্য ন্যায্য মূল্যে বিক্রি করতে পারছেন না। তেমনই সাধারণ নিম্ন আয়ের মানুষের মুখে ঈদের হাসি ফোটানো সম্ভব হয়েছে বলে মনে করেন ব্রিগেডিয়ার জেনারেল ফয়জুর রহমান।