লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় আইন ও সালিশ কেন্দ্রের উদ্বেগ

আইন ও সালিশ কেন্দ্রলিবিয়ায় ২৬ বাংলাদেশিসহ ৩০ অভিবাসী শ্রমিককে গুলি করে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।  মানবপাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে সরকারকে জোর কূটনৈতিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছে আসক।

শুক্রবার (২৯ মে) এক  সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ মে সাহারা মরুভূমি অঞ্চলের মিজদাহ শহরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার জাতীয় ন্যাশনাল অ্যাকর্ড (জিএনএ)।  নিহতদের ২৬ জন বাংলাদেশি ও বাকি চার জন আফ্রিকান। এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন। জানা যাচ্ছে, মিজদাহ শহরে মানবপাচারকারী চক্র ও অভিবাসীদের মধ্যে টাকার জন্য মারামারি হয়। এতে মানবপাচারকারী চক্রের একজনের মৃত্যু হয়। তারই প্রতিশোধ নিতে নিহতের পরিবারের সদস্যরা এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটায়।

দীর্ঘদীন ধরে বাংলাদেশ থেকে উল্লেখ সংখ্যক অভিবাসন প্রত্যাশীরা মানবপাচারকারীদের সহায়তায় অবৈধভাবে লিবিয়াতে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।  বর্তমানে দেশটি অভিবাসীদের জন্য ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে যাওয়ার অন্যতম রুটে পরিণত হওয়ায়, এ প্রবণতা আরও বেড়েছে। ফলে প্রায়শ ভূমধ্যসাগরে নৌকাডুবিসহ নানা মর্মান্তিক দুর্ঘটনার খবর সামনে আসছে। আসক অবৈধ অভিবাসন প্রতিহত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ মানবপাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছে।  এ ঘটনায় আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা, তাদের দেশে ফিরিয়ে আনা এবং হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে জোরদার কূটেনৈতিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানাচ্ছে।