বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ইউডা’র রেজিস্ট্রার প্রফেসর ড. ইফফাত কায়েস চৌধুরী। তিনি জানান, মনিরুজ্জামান ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল সন্ধ্যার পর শ্বাসকষ্ট শুরু হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিতে বলেন চিকিৎসকরা। কিন্তু ঢাকা মেডিক্যালে তখন সেটা পাওয়া সম্ভব হয়নি।
তিনি আরও জানান, পরে তাকে ঢাকা মেডিক্যাল থেকে আজগর আলী হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলা হয়। গাড়িতে তোলার সময়ই তার মৃত্যু হয়। তিনি ডায়াবেটিকস রোগে আাক্রন্ত ছিল।তার মরদেহ গ্রামের বাড়ি বরিশালের নিয়ে যাওয়া হয়েছে।