গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ফেসবুকে অশালীন স্ট্যাটাসের অভিযোগে ২ ব্যক্তি কারাগারে

 

ডিজিটাল নিরাপত্তা আইনরাজধানীর তেজগাঁও থানা এলাকা থেকে গ্রেফতার দুই ব্যক্তিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ফেসবুকে অশালীন স্ট্যাটাস ও কুরুচিপূর্ণ ফটোশপ করা ছবি পোস্টের অভিযোগে তাদের গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব।

শুক্রবার (৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইলিয়াস মিয়া শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন— মাসুম আহমেদ ও শাখাওয়াত হোসেন ওরফে আহনাফ নিশু।

আসামিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার তদন্ত কর্মকর্তা শুক্রবার দুপুরে তাদেরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে আটক  রাখার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট সূত্র বাংলা ট্রিবিউন এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও থানার পশ্চিম নাখালপাড়া এলাকা থেকে আসামিদের গ্রেফতার করে র‌্যাব-২।

র‌্যাব জানায়, মাসুম আহমেদ ও শাখাওয়াত হোসেন ব্যক্তিগত ফেসবুক পেজে ‘এডিটিং দেখুন’ নামে একটি গ্রুপ খোলেন। গ্রুপটির মাধ্যমে অ্যাডমিন ও মডারেটরসহ অন্য সদস্যরা বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অশালীন স্ট্যাটাস ও কুরুচিপূর্ণ ফটোশপ করা ছবি পোস্টের মাধ্যমে তাদের হেয়-প্রতিপন্ন করেন।

র‌্যাব আরও  জানায়, পর্যাপ্ত তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে তেজগাঁও পশ্চিম নাখালপাড়া হতে তাদের গ্রেফতার করা হয়।পরবর্তীতে তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় তেজগাঁও থানায় মামলা করা হয়।