স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণে বাজেটে বরাদ্দের দাবি

৬৬৬

চলতি অর্থবছরের বরাদ্দ ৩১১ কোটি টাকা বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক পরিষদ। পাশাপাশি সরকারিকরণ দ্রুত বাস্তবায়নে আসন্ন বাজেট অধিবেশনে ৪০০ কোটি টাকা বরাদ্দের দাবি জানানো হয়েছে। শুক্রবার (৫ জুন) সংগঠনটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই দাবি জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এমপিওভুক্তির জন্য দেওয়া চলতি অর্থবছরের বরাদ্দ ৩১১ কোটি ফেরত না দিয়ে বেতন-ভাতা হিসাবে তা দিতে হবে। এছাড়া, আসন্ন বাজেটে জাতীয়করণের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ রাখতে হবে, যাতে দ্রুত স্বতন্ত্র এবতেদায়ি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা সম্ভব হয়।’  

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ইবতেদায়ি নীতিমালা ২০১৮’ জারি হওয়ার আগে ২০১৪ সালে এক হাজার ৫১৯টি অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় শূন্য পদে নিয়োগ করা শিক্ষকদের এমপিও চালু করতে হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসাগুলো যাচাই-বাছাই করে জাতীয়করণের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক পরিষদ।

উল্লেখ্য, দেশের চার হাজার ৩১২টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাকে বেতন কাঠামোর আওতায় নেওয়ার প্রক্রিয়া করা হয় গত বছর। এসব প্রতিষ্ঠানের মধ্যে নিবন্ধিত ও সরকারি অনুদান পাওয়া প্রতিষ্ঠান রয়েছে এক হাজার ৫১৯টি। তবে শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ জরিপে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার অস্তিত্ব পাওয়া গেছে সাড়ে তিন হাজারের মতো।