নগরবাসীকে ছাদবাগান করার আহ্বান মেয়র আতিকের

 

নিজের ছাদবাগানে গাছের পরিচর্যা করছেন মেয়র আতিকুল ইসলামনগরবাসীকে নিজের মতো ছাদবাগান করার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসির) মেয়র আতিকুল ইসলাম।

শুক্রবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নিজের ছাদবাগানের পরিচর্যা শেষে তিনি এক ভিডিওবার্তায় এ আহ্বান জানান তিনি।

মেয়র বলেন, ‘আজ  বিশ্ব পরিবেশ দিবস। আমি সবাইকে অনুরোধ করবো, বাসার ছাদ, বেলকুনি ও ফুলের টবসহ যেখানেই একটু জায়গা পাই না কেন বৃক্ষরোপণ করি। যে ধরনের গাছই লাগাই না কেন, এটি কিন্তু আমাদের কাজে লাগবে। আমি আমার বাসার ছাদে গাছ লাগিয়েছি। লাউ শাক লাগিয়েছি। করলা গাছ লাগিয়েছি। আমি নিজের হাতে এগুলোর পরিচর্যা করি এবং এখান থেকে কেটে খাই। এটা ফ্রেশ। নিজের হাতে লাগানো গাছের ফল ও সবজি খাওয়ায় আনন্দ আছে। আমি অনেক আনন্দ পাই।’

মেয়র নগরবাসীকে আহ্বান করে বলেন, ‘আসুন, আমরা সবাই বৃক্ষরোপণে এগিয়ে আসি। নিজের আঙিনায় নিজের হাতে গাছ লাগাই। পরিবেশ বাঁচাই।’