বুড়িগঙ্গার তীরে মানব জীবন (ফটো স্টোরি)

বুড়িগঙ্গা নদীকে ভাবা হয় ঢাকার প্রাণ। এটি ২৭ কিলোমিটার বিস্তৃত। ঢাকার দক্ষিণ ও পশ্চিম পাশ দিয়ে বয়ে গেছে এই নদী। বুড়িগঙ্গার তীরে দেখা যায় অন্যরকম জীবন। করোনাভাইরাস মহামারিতে কিছুটা পরিবর্তন ঘটেছে নদীর পাড়ে। ছবিতে দেখুন বুড়িগঙ্গার তীরে সাধারণ মানুষের দিন। 

বুড়িগঙ্গার পাড়ে মানব জীবন* মানুষ ঘর থেকে বের হচ্ছে কম, তাই নদীতে নৌকার মাঝিদের অলস সময় কাটছে।
বুড়িগঙ্গার পাড়ে মানব জীবন* নদীতীরে কংক্রিটের বাঁধ রোজ বিকেলে হয়ে ওঠে স্থানীয়দের অবসর কাটানোর জায়গা।
বুড়িগঙ্গার পাড়ে মানব জীবন* যাত্রীর পানে দিনভর চেয়ে থাকেন মাঝিরা।
বুড়িগঙ্গার পাড়ে মানব জীবন* নদীর জলে তাকিয়ে থাকা শৈশব।
বুড়িগঙ্গার পাড়ে মানব জীবন* বুড়িগঙ্গার সেতুর গায়ে নদী বাঁচানোর সচেতনতামূলক বার্তা, কে শোনে কার কথা!
বুড়িগঙ্গার পাড়ে মানব জীবন* একটি নৌকা যাত্রীতে পূর্ণ হলেই কেবল অন্য মাঝির বৈঠা বাওয়ার সুযোগ মেলে।
বুড়িগঙ্গার পাড়ে মানব জীবন* কোভিড-১৯ রোগের প্রাদুর্ভাবে কাজ কমেছে মালামাল টেনে রোজগার করা ভ্যানচালকদের।
বুড়িগঙ্গার পাড়ে মানব জীবন* সাধারণ ছুটির পর আবার নদীতে ভাসতে শুরু করেছে লঞ্চ-স্টিমার।


বুড়িগঙ্গার পাড়ে মানব জীবন* সদরঘাট টার্মিনালে পন্টুনের সামনে জীবাণুনাশক চেম্বার। 
বুড়িগঙ্গার পাড়ে মানব জীবন* সদরঘাটের বাইরে ক্রেতার আশায় দিন যায় ভাসমান বিক্রেতাদের।