জামালপুরে দুর্বৃত্তের গুলিতে আ.লীগ নেতা নিহত

muderজামালপুরের সরিষাবাড়িতে দুর্বৃত্তের গুলিতে স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল হানিফ নিহত হয়েছেন। শুক্রবার রাতে সরিষাবাড়ি উপজেলার ডোয়াইল ইউনিয়নের কুঠির হাট এলাকায় এ নিহতের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা এ তথ্য জানান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডোয়াইল ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হানিফ কুঠির হাট এলাকায় একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেল যোগে অজ্ঞাত  দুর্বৃত্তরা এসে তার মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই হানিফের মৃত্যু হয়। এ সময় দুর্বৃত্তের ছোড়া গুলিতে মোজাফফর হোসেন মোজা নামে একজন পায়ে গুলিবিদ্ধ হন।
সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
/এআর/এমএনএইচ/