লিবিয়ায় বাংলাদেশি হত্যা: আদালতে মানবপাচারকারী চক্রের ৩ আসামির দোষ স্বীকার

আদালতলিবিয়ায় বাংলাদেশি হত্যা ও মানবপাচারের ঘটনায় দায়ের করা মামলায় মানবপাচারকারী চক্রের তিন সদস্য আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। আসামিরা হলো— জাহাঙ্গীর হোসেন, বাদশা ফকির ও কবির হোসেন।

রবিবার (২১ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তিন আসামির জবানবন্দি গ্রহণ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের সাধারণ নিবন্ধন শাখার (জিআর) সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, রবিবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক এস এম গফফারুল আলম চার আসামিকে আদালতে হাজির করেন। এরমধ্যে আসামি জাহাঙ্গীর হোসেন, বাদশা ফকির ও কবির হোসেন স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা গ্রহণ করার জন্য এবং অপর আসামি নাছির উদ্দিনকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তিন আসামির জবানবন্দি গ্রহণ করেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়। অপর আসামি নাছির উদ্দিনকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ৮ জুন জাহাঙ্গীর হোসেন ও বাদশা ফকিরের পাঁচ দিন করে এবং ১৪ জুন সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৭ জুন কবির হোসেন ও নাছির উদ্দিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, গত ২৮ মে লিবিয়ায় মানবপাচারকারীদের হাতে ২৬ বাংলাদেশি নিহত ও ১২ জন আহত হন। ওই ঘটনায় ৩৮ জনকে আসামি করে গত ২ জুন রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপর আরও বিভিন্ন থানায় ২২টি মামলা দায়ের করা হয়।