তিনি বলেন, ‘করোনা সংক্রমণের শুরুতে নিরাপত্তা সামগ্রী হিসেবে নকল মাস্ক ও পিপিই দিয়ে ডাক্তার ও নার্সসহ স্বাস্থ্যসেবীদের মনোবল ভেঙে দেয়া হয়েছে। রেকর্ড সংখ্যক স্বাস্থ্যকর্মী আক্রান্ত ও নিহত হয়েছে। ফলে করোনা রোগী তো দূরের কথা, সাধারণ রোগীদের জন্যেও চিকিৎসা সেবা বন্ধ হয়ে গেছে।’ তার দাবি, ‘স্বাস্থ্যমন্ত্রী ও তার সহযোগীরা স্বাস্থ্য সামগ্রী কেনাকাটায় গলাকাটা দুর্নীতি করেছে। ৫০০ টাকারও দাম নেই যে চশমার, সেগুলোর খরচ ৫০০০ টাকা দেখানো হয়েছে।’
তিনি স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ ও বিচার দাবি করে বলেন, বর্তমান সরকারের অদক্ষ, অযোগ্য ও অপরাধী স্বাস্থ্যমন্ত্রীর ঘাড়ে অসংখ্য ব্যর্থতার পাহাড় জমে গেছে। তাই অবিলম্বে এই ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রীকে অপসরণ ও বিচাররের আওতায় আনতে হবে।