এসএসসিতে ঢাকা বোর্ডে ২২৪৩ জনের ফল পরিবর্তন

ঢাকা শিক্ষা বোর্ডএসএসসি পরীক্ষার ফল চ্যালেঞ্জ করে ঢাকা শিক্ষা বোর্ডে নতুন করে ১০৫ জন শিক্ষার্থী উত্তীর্ণসহ দুই হাজার ২৪৩ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) এই ফল প্রকাশ করা হয়।

এবার ঢাকা বোর্ডের ৫৯ হাজার ৬১৫ জন শিক্ষার্থী এক লাখ ৪৫ হাজার ৩০৫টি খাতা পুনঃনিরীক্ষার জন্য আবেদন করে। এতে দুই হাজার ২৪৩ জন শিক্ষার্থীর গ্রেডিং পরিবর্তন হয়। আর ফেল থেকে পাস করে ১০৫ জন পরীক্ষার্থী। নতুন করে ২৯৯ জন জিপিএ-৫ পেয়েছে।

আগের ফলাফলে যারা ফেল করেছিল ফল চ্যালেঞ্জ করে তাদের মধ্য থেকে নতুন করে কেউ জিপিএ-৫ পায়নি।

গত ৩০ মে প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষায় ৮২ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়। জিপিএ-৫ পায় এক লাখ ৩৫ হাজার ৮৯৮ জন পরীক্ষার্থী।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, একজন শিক্ষার্থী একাধিক বিষয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদন করতে পারে। প্রতিটি বিষয়ের জন্য ১৫০ টাকা ফি দিয়ে আবেদন করতে হয়।