লঞ্চ দুর্ঘটনায় তদন্ত শুরু, প্রত্যক্ষদর্শীদের এগিয়ে আসার আহ্বান

লঞ্চডুবির ঘটনায় গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম খানসদরঘাটে লঞ্চ দুর্ঘটনার ঘটনায় গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে। প্রথম কার্যদিবসে তিন জন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য গ্রহণ করেছে কমিটি। অন্যান্য প্রত্যক্ষদর্শীদের কমিটির কাছে এসে সাক্ষ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকালে সদরঘাটে লঞ্চডুবির ঘটনায় প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নিতে এসে নৌ-পরিবহন মন্ত্রণালয় কর্তৃক গঠিত এ সংক্রান্ত তদন্ত কমিটির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম খান (যুগ্ম সচিব, উন্নয়ন) এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা আজ তদন্ত শুরু করলাম। আজ তিন জনের সাক্ষ্য নিয়েছি। কালও সাক্ষ্য নেবো। আমাদের তদন্ত অব্যাহত আছে। কমিটির সদস্যরা মিলে আমাদের রিপোর্ট দাখিল করবো।’বুড়িগঙ্গায় লঞ্চডুবি

যে তিন জনের স্বাক্ষ্য নেওয়া হয়েছে তারা কী বলেছেন বা তাদের পরিচয় কী সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা এখনও আমরা প্রকাশ করতে পারবো না। তদন্ত শেষে বলা হবে। তদন্ত শুরু হয়েছে, শেষ হলে জানতে পারবেন।’

রফিকুল ইসলাম খান আরও বলেন, ‘আমরা একটা ভিডিও পেয়েছি। সেটা পর্যালোচনা করেছি। কীভাবে দুর্ঘটনা ঘটেছে সেটা আপনারাও দেখেছেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য আমরা পরে আপনাদের জনাতে পারবো। এছাড়া প্রত্যক্ষদর্শী যারা আছেন তাদের আপনাদের মাধ্যমেই আমরা আহ্বান জানাচ্ছি, তারা যেন আমাদের কাছে সাক্ষ্য দেন। এছাড়া মুন্সিগঞ্জ জেলা প্রশাসককেও অনুরোধ করেছি। কারণ এই লঞ্চের অধিকাংশ যাত্রী ছিলেন মুক্তিগঞ্জের। সে জন্য তাকে অনুরোধ করা হয়েছে- যারা এ লঞ্চে ছিলেন বা প্রত্যক্ষদর্শী তারা যেন সাক্ষ্য দিতে আসেন।’

লঞ্চ দুর্ঘটনাটি ষড়যন্ত্র বা উদ্দেশ্যপ্রণোদিত কিনা সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা এখনও আমরা বলতে পারবো না।’

সিসি টিভির ফুটেজ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘বিষয়টি আপনারাও দেখেন। এখানে দুটি লঞ্চ। এখানে মর্নিং বার্ড লঞ্চকে ময়ূর লঞ্চ পেছন দিয়ে ধাক্কা দিয়েছে। পাশাপাশি ভিডিওটা যেখান থেকে উদ্ধার করা হয়েছে, সেই কুমিল্লা শিপ ইয়ার্ডের ম্যানেজার উনিও এসেছিলেন। আমরা তারও বক্তব্য নিয়েছি। প্রত্যক্ষদর্শী যারা আছে তাদের সঙ্গে কথা বলবো। তাদের বক্তব্য পর্যালোচনা করেই রিপোর্ট দেবো। আমাদের সাত দিন সময় দেওয়া হয়েছে। আমরা আশা করি সাত দিনের মধ্যেই তদন্ত রিপোর্ট দিতে পারবো।‘

আরও পড়ুন- 

তীরে টেনে আনা হলো ডুবন্ত মর্নিং বার্ড 

মর্নিং বার্ড থেকে আরও একটি মরদেহ উদ্ধার

বুড়িগঙ্গায় লঞ্চডুবি: এমভি ময়ূরের মালিকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

ডুবে যাওয়া লঞ্চে সুমনের বেঁচে থাকা মিরাকল না সায়েন্স?

লঞ্চডুবির ১৩ ঘণ্টা পর উদ্ধার সুমন বললেন, ‘রড ধরে খাড়ায় ছিলাম’

বুড়িগঙ্গায় লঞ্চ দুর্ঘটনা: ১৭ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

মঙ্গল ও বুধবার সদরঘাটে সাক্ষ্য নেবে তদন্ত কমিটি

মুহূর্তে তলিয়ে যায় ‘মর্নিং বার্ড’

‘আহারে, চোখের সামনেই দুই মামা ডুইবা গেলো’