তৃতীয় দিনের অভিযান

৮৫ স্থাপনায় এডিসের লার্ভা, সোয়া ২ লাখ টাকা জরিমানা

ডিএনসিসি’র মশক নিধন অভিযানএডিস মশা নিয়ন্ত্রণের মাধ্যমে নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে দ্বিতীয় দফায় অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ অভিযানের তৃতীয় দিনে ১৩ হাজার ৬৮৮টি বাড়ি, স্থাপনা ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করে ৮৫টিতে এডিস মশার লার্ভা পেয়েছে সংস্থাটি। এসব স্থাপনাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এর আগে গত ৪ জুলাই থেকে শুরু হয় ডিএনসিসির দ্বিতীয় ধাপের এই চিরুনি অভিযান। অভিযানের এই তিন দিনে ৩৯ হাজার ৬০৬টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ২৭৫টিতে এডিস মশার লার্ভা পেয়েছে ডিএনসিসি। পাশাপাশি  ২৪ হাজার ৪৬৭টিতে এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়া যায়। এই ৩ দিনে ৬ লাখ ৭৫ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। ডিএনসিসি’র মশক নিধন অভিযান

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএনসিসির এ অভিযান অব্যাহত থাকবে।

এর আগে প্রথম পর্যায়ে গত ৬ জুন থেকে ১০দিনের চিরুনি অভিযান চালায় ডিএনসিসি। ৫৪টি ওয়ার্ডে এক লাখ ৩৪ হাজার ১৩৫টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন পরিদর্শন করে এক হাজার ৬০১টিতে এডিস মশার লার্ভা এবং ৮৯ হাজার ৬২৬টি বাড়ি-স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এডিসের লার্ভা পাওয়ায় ২৪ লাখ টাকার বেশি জরিমানা করা হয়।ডিএনসিসি’র মশক নিধন অভিযান

অভিযানে দেখা যায়, ডিএনসিসির শতকরা প্রায় ৬৭ ভাগ স্থাপনায় এডিসের বংশবিস্তারের উপযোগী পরিবেশ বিরাজমান। শতকরা প্রায় এক দশমিক দুই ভাগ স্থাপনায় এডিসের লার্ভা পাওয়া যায়। 

আরও পড়ুন- 

মশক নিধনে চিরুনি অভিযান সফল করার আহ্বান মেয়র আতিকের

৯৯ স্থাপনায় এডিসের লার্ভা, ৩ লাখ টাকা জরিমানা