বাজার তদারকি: ১৫২ প্রতিষ্ঠানকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

৬৬৬

নিত্যপণ্যের মূল্য স্বাভাবিক রাখতে বাজার তদারকিকালে ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে সারাদেশে ১৫২টি প্রতিষ্ঠানের কাছ থেকে ৫ লাখ ৫৩ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বৃহস্পতিবার (৯ জুলাই) এই জরিমানা আরোপ ও আদায় করা হয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির উপপরিচালক মাসুম আরেফিন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জানায়,  বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি অধিদফতরের ঢাকাসহ সারাদেশের বাজার তদারকি কার্যক্রম প্রত্যক্ষভাবে মনিটরিং করছেন এবং সময়ে সময়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করছেন। বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীনের  পরামর্শে  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের  মহাপরিচালক বাবলু কুমার সাহার সরাসরি নির্দেশনায় ও পরিচালক (প্রশাসন) শামীম আল মামুনের তত্ত্বাবধানে সারাদেশে বৃহস্পতিবার ১০৯টি  বাজারে (পাইকারি ও খুচরা) তদারকিমূলক অভিযান পরিচালনা ক‌রা হয়। এতে ১৫২টি প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ ৫৩ হাজার ৬০০ টাকা জ‌রিমানা করা হয়।