করোনায় মৃত্যু: ২১ দিনের হিসাবে জুনের চেয়ে জুলাই এগিয়ে

করোনাভাইরাসজুলাই মাসের ২১ দিনে দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৬২ জন। জুনের প্রথম ২১ দিনে  মৃত্যুর সংখ্যা ছিল ৮১৬ জন এবং ওই মাসে করোনায় মোট মারা যান এক হাজার ১৯৯ জন।  

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে মঙ্গলবার (২১ জুলৈাই)  পাঠানো তথ্য পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়। 

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, জুলাই মাসে ২১ দিনের গড় মৃত্যু ৪১ জন। সেই হিসাবে দেখা যায়, জুলাইয়ে মোট মৃত্যুর সংখ্যা জুনকে ছাড়িয়ে যেতে পারে।

উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে মে মাসে মোট ৫১০ জন, এপ্রিলে ১৯৫ জন এবং মার্চে ৪৫ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, করোনা শনাক্তের হিসাবেও জুন মাসের তুলনায়  এগিয়ে আছে জুলাই। জুনের প্রথম ২১ দিনে দেশে করোনা পজিটিভ শনাক্ত হয়েছিল ৬৪ হাজার ৬৭৯ জন। আর  জুলাইয়ের ২১ দিনে শনাক্ত হয়েছে ৬৫ হাজার ২৭ জন।

প্রসঙ্গত, দেশে করোনায় এপর্যন্ত মারা গেছেন ২ হাজার ৭০৯ জন এবং শনাক্ত হয়েছেন ২ লাখ ১০ হাজার ৫১০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৩৯৭ জন। করোনা সক্রিয় রোগী আছেন বর্তমানে ৯২ হাজার ৪০৪ জন। করোনা সক্রিয় রোগীর পরিসংখ্যানে এশিয়ায় দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ।