শিক্ষামন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের নোটিশ!

উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ছবি- সংগৃহীতবেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিউশন ফি আদায়ে শিক্ষার্থী ও প্রতিষ্ঠান উভয় পক্ষকে ছাড়া দিতে শিক্ষামন্ত্রী আহ্বান জানালেও পুরো টিউশন ফি আদায়ে নোটিশ জারি করেছে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ। এমনকি অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার ফি পর্যন্ত মওকুফ করা হয়নি। তবে পরীক্ষার ফি এখন দিতে হবে না বলে বুধবারের (২২ জুলাই) নোটিশে উল্লেখ করা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার সময়ের টিউশন ফি আদায়ের বিষয়ে শিক্ষামন্ত্রী গত ১৬ জুলাই বলেছিলেন, ‘দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পরও অনেক শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের টিউশন ফি দেওয়ার জন্য চাপ দিচ্ছে। একেবারে টিউশন ফি না দিলে প্রতিষ্ঠান তাদের শিক্ষকদের বেতন দিতে পারবে না। তাই দুই পক্ষকেই কিছুটা ছাড় দিয়ে মানবিক হতে হবে।’

প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষরিত নোটিশে জানানো হয়, ‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার প্রয়াসে এপ্রিল থেকে জুম, ফেসবুক লাইভ পেজ, মেসেঞ্জার গ্রুপ, স্মার্ট ক্লাসরুম এবং গুগল ক্লাসরুম ব্যবহার করে সব মাধ্যমের সব শ্রেণির পাঠ্যক্রম চালিয়ে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে। কিন্তু মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে টিউশন ফি প্রত্যাহারের কোনও সুযোগ না থাকায় অভিভাবকদের তাদের পোষ্যের মাসিক টিউশন ফি দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।’

নোটিশে আরও জানানো হয়, এ পর্যন্ত প্রতিষ্ঠানে কর্মরত সব শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতাদি দেওয়া অব্যাহত রয়েছে। কিন্তু এখন থেকে টিউশন ফি আদায় ছাড়া তা অব্যাহত রাখা কোনোভাবেই সম্ভব নয় বিধায় আগ্রহী অভিভাবকদের জরিমানা ছাড়া শুধু টিউশন ফি (মেইনটেন্যান্স ও আইটিসহ) দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। এছাড়া সামগ্রিক দিক বিবেচনা করে অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার ফি এবং পুনঃভর্তি ফি বর্তমানে দিতে হবে না, যা পুরাতন এবং নতুন সব ভর্তি হওয়া শিক্ষার্থীর ক্ষেত্রেই প্রযোজ্য।

নোটিশে ২০২০ শিক্ষাবর্ষে যেসব শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে তাদের এপ্রিল-জুন মাসের টিউশন ফি’র সঙ্গে অন্যান্য ফি দেওয়ার জন্য অনুরোধ করা হয়। এতে আরও বলা হয়, ‘এ বিষয়ে আপনাদের এসএমএস পাঠানো হয়েছে।’